বোদা ময়দানদিঘিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করলো স্বেচ্ছাসেবী সংগঠন আত্মার বন্ধন ব্লাড ফাউন্ডেশন।
(১০ জানুয়ারি)মঙ্গলবার দিনব্যাপী পঞ্চগড় জেলার বোদা উপজেলার ২ নং ময়দানদিঘি ইউনিয়নে রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫০০ শত’র অধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিত প্রদান করেন, আত্মার বন্ধন ব্লাড ফাউন্ডেশন নামে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।
উক্ত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে আত্মার বন্ধন ব্লাড ফাউন্ডেশন এর সভাপতি- মতিন ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,আত্মার বন্ধন ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা মাসুদ ইসলাম, সাধারণত সম্পাদক মোঃ আবু সায়েদ, অর্থ সম্পাদক জিল্লুর রহমান,মনিরুজ্জামান নিরব, ক্যাম্পিং সম্পাদক তাসিয়া খাতুন, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, মনির হোসেন, বেবি আক্তার,কোহিনুর আক্তার ছাড়াও সংগঠন এর সিনিয়র সদস্য শামীম হোসেন, নিলয় ইসলাম নাছির সহ প্রমুখ।
জানা যায়, মানুষকে সচেতন করার লক্ষে ২০২১ সালের ১৪ই জুন আনুষ্ঠানিক যাত্রা শুরু করে সংগঠনটি। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ জানানো, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ, বিনামূল্যে রক্ত জোগাড় করে দেয়া, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তাসহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে আদর্শ সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে।
এখন পর্যন্ত ৪ হাজারের অধিক মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ ও ৬ হাজারের অধিক মানুষ কে রক্ত, প্লাটিলেট এবং প্লাজমা জোগাড় করে দিয়েছে সংগঠনটি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।