জাতি ধর্ম নির্বিশেষে সবার রক্তই লাল, একজন অসহায় মানুষের রক্তের প্রয়োজন এগিয়ে আসার নামই মানবতা এই স্লোগানকে সামনে রেখে অভয়নগরের গণমানুষের প্রিয় সংগঠন অভয়নগর ব্লাড ডোনার ক্লাব এর উদ্যোগে ফ্রী ব্লাডগ্রুপ ক্যাম্পেইন ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

০৬ অক্টেবার ২০২২ রোজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টায় পর্যন্ত ছোট বড় মানুষ সহ মাদ্রাসা ও এতিমবাচ্চাদের ৪৫০ থেকে ৫০০ জনকে ফ্রি ব্লাডগ্রুপ নির্ণয় করা হয়।

উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ধোপাদি নূরানী হাফিজি কওমি মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বডিং এর শিক্ষকবৃন্দ সহ অভয়নগর ব্লাড ডোনার ক্লাবের স্বেচ্ছাসেবীরা বৃন্দরা । পরিশেষে সংগঠনের সদস্য আল-মামুন সর্বত্র জন সাধারণ এর কাছে দোয়া ও ভালোবাসা চাই যাতে করে তারা এই ভাবে মানুষের সেবা করে যেতে পারে।