১৪-০৪-২০২২ ইং রোজ বৃহঃবার সকাল ১০ ঘটিকায় অভয়নগর ব্লাড ডোনার ক্লাবের পক্ষ থেকে নওয়াপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গরিবের ডা:এস এম মাহমুদুর রহমান রিজভীর পদার্পন হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাই স্বেচ্ছাসেবী সংগঠনটি । এ সময় উপস্থিত ছিলেন অভয়নগর ব্লাড ডোনার ক্লাব এর এডমিন আল-মামুন, রাব্বি, রুহুল আমিন, রকি, আশিক সহ আরো অনেকেই।

প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার করা হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। গত ১৭-০৩-২০২২ তারিখে অভয়নগর উপজেলার স্থানীয় জনগণসহ অভয়নগর ব্লাড ডোনার ক্লাব এর সদস্য বৃন্দরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাকে আবার অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরে আনার দাবী জানায়।

এ সময় স্বেচ্ছাসেবী সংগঠন অভয়নগর ব্লাড ডোনার ক্লাব এর এডমিন মো:আল-মামুন জানান অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজ যোগ্যতার ০৭ নম্বর থেকে বর্তমানে উন্নতির বদলে ৩৪৮ নাম্বারে পৌঁছে গেছে এখন যদি তিনি চলে যাই তাহলে অভয়নগরের মানুষ সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হবে সেই সাথে স্থানীয়রা জানাই ডাঃ মাহমুদুর রহমান রিজভী স্যার টি এইস ও থাকাকালীন হসপিটালের কত সুনাম কোন রুগি একটি মাএ অভিযোগ দেয়নি আর এখন অভয়নগর মানুষের কত অভিযোগ, হসপিটাল গিলে ঠিকমত ডাক্তার নাই, নাই সেবার সঠিক মান কোন রুগি আসলে তাকে রেফার করা হয় যশোর বা খুলনায়, স্যারকে আমরা আবার ফিরে পেতে চাই।

অবশেষে তাদের দাবি সফল বলে জানিয়েছেন স্থানীয়রা,গত ১৩-০৪-২০২২ ইং তারিখে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে এ ফিরে এলেন ডাঃ মাহমুদুর রহমান রিজভী, তারা বলেন পূর্বের ন্যায় আবারও আমরা অভয়নগরের গরীব দুঃখী মানুষের সঠিক সেবা নিশ্চিত করতে পারবো।