আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন এর নীলফামারী জেলা কমিটি গঠন

নুরুজ্জামান সরকার, জেলা প্রতিনিধি (নীলফামারী):

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) এর নতুন নীলফামারী জেলা কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

গত ২৯/০৪/২১ ইং মোঃ রাকিবুল ইসলাম কে সভাপতি ও পারভেজ রায়হান রানা কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটির পরিচালক।

৫১ সদস্য বিশিষ্ট কমিটির তালিকা প্রকাশ করা হলো:
১. সভাপতি:- মোঃ রাকিবুল ইসলাম
২.সহ-সভাপতি:- মোঃ আরমান
৩.সহ-সভাপতি:- মোঃ লায়ন সরকার
৪.সহ-সভাপতি:- সুব্রত রায়

৫.সাধারন সম্পাদক:- পারভেজ রায়হান রানা
৬.যুগ্ম সাধারন সম্পাদক:- মোঃ জয়নাল আবেদীন
৭.যুগ্ম সাধারন সম্পাদক:- শাহরিয়ার হোসেন সৌভিক
৮.যুগ্ম সাধারন সম্পাদক:- মোঃ হুমায়ুন কবির সম্রাট

৯.সাংগঠনিক সম্পাদক (১):- সিহাব হাসান শাসন
১০.সাংগঠনিক সম্পাদক(২):- মোঃ রাকিবুল ইসলাম
১১.সাংগঠনিক সম্পাদক (৩):- মোঃ তুহিন ইসলাম
১২.সাংগঠনিক সম্পাদক (৪):- হযরত বেলাল

১৩.দ্প্তর সম্পাদক:- নাসির হোসেন
১৪.উপ-দপ্তর সম্পাদক:- মোঃ সোহেল ইসলাম
১৫.প্রচার সম্পাদক:- মোসাব্বির সাজু
১৬.উপ-প্রচার সম্পাদক:- সাংবাদিক নুরুজ্জামান সরকার

১৭.ত্রান ও দূযোগ বিষয়ক সম্পাদক:-
মোঃ জসিম উদ্দিন
১৮.সহ- ত্রান ও দূযোগ বিষয়ক সম্পাদক:-
ওমর ফারুক

১৯.পরিবেশ বিষয়ক সম্পাদক:- মাহফুজ রহমান
২০.সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক:-
আকিবুজ্জামান আকিব
২১.মহিলা বিষয়ক সম্পাদক:- তমা রানী রায়
২২.আইন বিষয়ক সম্পাদক:-
এ্যাভোকেট মোঃ শাহাজাদ হোসেন (লিখন)
২৩.সহ-আইন বিষয়ক সম্পাদক:- এ্যাভোকেট সুলতান
২৪.স্বাস্থ্য বিষয়ক সম্পাদক:- ডাঃ তৌহিদ হাসান
২৫.সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক:-
ডাঃ মোঃ মাসুদ পারভেজ

২৬.আপায়ন বিষয়ক সম্পাদক:-
মোঃ রিয়াজুল ইসলাম
২৭.সংস্কৃতি বিষয়ক সম্পাদক:- মনি জান্নাত মোহনা
২৮.সহ-সংস্কৃতিক বিষয়ক সম্পাদক:- নিয়তি রানী রায়
২৯.ধর্ম বিষয়ক সম্পাদক:- মোঃ গোলাপ
৩০.শ্রম বিষয়ক সম্পাদক:- সুদেব রায়
৩১. সহ-শ্রম বিষয়ক সম্পাদক:- আব্দুল্লাহ আল মাসুদ
৩২. শিক্ষা বিষয়ক সম্পাদক:- স্বপন রায়
৩৩. সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক:- অরুন রায়

কার্যকরী সদস্য:-
৩৪. মিজানুর রহমান
৩৫. এটিএম জাহাঙ্গীর কবির
৩৬. সাগর ইসলাম
৩৭.মোঃ নাঈম হাসান
৩৮.মোঃ আল আমিন
৩৯. মোঃ ইমাম মেহেদী
৪০. মোঃ নয়ন
৪১. মোঃ আশিকুর রহমান
৪২. মোঃ নাহিদ হাসান
৪৩. মোঃ সাদিক হোসেন
৪৪. সজিব
৪৫.সফিকুল ইসলাম
৪৬.চয়ন দাস
৪৭. মোঃ রুবেল মোল্লা
৪৮.মামুন হোসেন
৪৯.সামিউল ইসলাম সাজ্জাত
৫০. মেহেদি হাসান রাজু
৫১.হাবিবুর রহমান

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) এর লক্ষ্য-উদ্দেশ্য হলো সঠিক আইনি সেবা নিশ্চিত করা ও মানবাধিকার প্রতিষ্ঠা করা।