মোঃ তাহেরুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি: নীলফামারী ডোমারে পবিত্র রমজান উপলক্ষ্যে আব্বাসউদ্দীন সংগীত একাডেমী উদ্যোগে হামদ, নাত,গজল ও ইসলামী গান, প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ।

৩০শে( এপ্রিল) শনিবার অস্থায়ী কার্যালয় ২৫৯/১ সাহাপাড়া রোড ডোমার সভাপতি আব্বাসউদ্দীন সাংস্কৃতিক একাডেমি মোতাহারুল হোসেন (রফু) সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান প্রবাসী বিশিষ্ট সঙ্গীত অনুরাগী নূর ইসলাম বষন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এসসি উপদেষ্টা নূরুল ইসলাম, উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা ডা: মখদুম ই আযম মাশরাফী (তুতুল), উপদেষ্টা প্রকৌশলী মঞ্জুর উল আলম দিলু ,উপদেষ্টা মিসেস ডেইজী নাজনীন মাশরাফী নীনা প্রমুখ।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন স্কুল, কলেজ ও মাদ্রাসার, ছাত্র-ছাত্রীরা দুই টি গ্রুপে অংশগ্রহণ করতে পারবেন।
(ক) গ্রুপ পঞ্চম শ্রেণি পর্যন্ত এবং ( খ) গ্রুপ ষষ্ঠ শ্রেণি থেকে ঊর্ধ্বে।

অনুষ্ঠানের নাম সংগ্রহকারী: সম্পাদক সঙ্গীত স্কুল মিসেস আলেয়া খাতুন সিদ্দিকী, পাঠাগার সম্পাদক মোঃ নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ নূরনবী ফোন,নির্বাহী সদস্য মোঃ সাইদুল জ্জামান রিয়াদ ,আইসিটি সম্পাদক সিফাত করিম,।

(ক ) বিভাগের প্রথম স্থান অর্জন করেন মুয়াজ ,দ্বিতীয় স্থান অর্জন করেন রিমন ইসলাম, তৃতীয় স্থান অর্জন করেন তাহমিন হাসান,। ( খ) বিভাগের প্রথম স্থান অর্জন করেন লায়লাতুল, দ্বিতীয় স্থান অর্জন করেন মোনহানা এষা , তৃতীয় স্থান অর্জন করেন লামির ইসলাম তূষা।
সার্বিক সহযোগিতায় : মোঃ নুর নবী হৃদয় পরিচালক মা কোচিং সেন্টার , চিকমাটি মোড় ডোমার নীলফামারী।