“আমাদের গাইবান্ধা “এর উদ্যোগে ১ টাকার বাজার সহায়তা কার্যক্রম এর আওতায় ঈদ উপহার বিতরন
মো:শামসুর রহমান হৃদয়,
গাইবান্ধা প্রতিনিধিঃ
একদল শিক্ষার্থীর ঐকান্তিক প্রচেষ্টায় গড়েউঠা স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের গাইবান্ধা এর সহযোগিতায় কোভিট-১৯ মহামারী পরিস্থিতিতে ঈদ উপহার হিসাবে ১টাকার বাজার সহায়তা কার্যক্রম এর আওতায় গতকাল গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে ২০০ জন দুঃস্থ জনগণের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, সুজি,দুধ,তিনি,লবন, পিঁয়াজ,মরিচ,আলু,পটল,। মিষ্টি কুমড়া,ডাল ও মুরগিসহ মোট ১২ ধরনের খাদ্য সামগ্রী। উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান। আমাদের গাইবান্ধা এর সভাপতি মোঃ সায়হাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন…
সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ মূসাভ্ভির রহমান খান জানান গ্লোবাল ভিলেজ থিউরি অনুযায়ী ছোট্ট একটি গ্রাম পরিণত করার প্রত্যয়ে ২০১৪ সালে সংগঠনটির যাত্রা শুরু হয়।২০ জন শিক্ষার্থীর মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরম্ভ হয়ে বর্তমানে ৫৪ হাজার সদস্যের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। করোনা মহামারীতে জনগণকে সচেতন করা, কয়েকদফা ত্রান বিতরণ, অসহায়দের রক্ত যোগান, ধর্ষণ প্রতিরোধ সহ সামাজিক বিভিন্ন ইস্যুতে সচেতন করা, তরুণ সমাজের মেধা বিকাশে সহযোগিতা কার্যক্রম এই সংগঠনের আওতায় অব্যাহত আছে।
কোভিট-১৯ মহামারী পরিস্থিতিতে দুঃস্থ জনগণের মাঝে প্রতিদিন ইফতার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।