আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১ তম স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ।

মঙ্গলবার (১৭ মে) বা’আদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।

এসময় সংগঠনটির সভাপতি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরফিন, সহ-সভাপতি প্রফেসর ড. আনোয়ার হোসেনসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ইবি বঙ্গবন্ধু পরিষদের দোয়া

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব ড. আ.স.ম. শোয়াইব আহমেদ।

পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরফিন বলেন, দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন আমাদের জন্য প্রেরণার। ১৯৭৫ সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকলকে হত্যা করা হয়।

দেশরত্ন শেখ হাসিনা ও তার বোন দেশের বাহিরে থাকায় তারা বেঁচে যান। আজকের এই দিনে তিনি আমাদের মাঝে ফিরে আসেন। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি।