আজ বৃহস্পতিবার(৩ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় দিঘলিয়া থানা অস্থায়ী কার্যালয়ে, শাখা সভাপতি খান মোহাম্মদ বিপ্লব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজীব গাজী এর সঞ্চালনায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলাধীন দিঘলিয়া থানা শাখার “থানা সম্মেলন -২২”অনুষ্ঠিত হয়।
থানা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর খুলনা জেলার জয়েন্ট সেক্রেটারি মাওঃ আসাদুল্লাহ হামিদি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার সভাপতি এইচ এম ইনামুল হাসান সাঈদ।
বিশেষ বক্তা ছিলেন ছাত্র আন্দোলন জেলার সহ-সভাপতি আবু রায়হান ও সাধারণ সম্পাদক ফরহাদ মোল্লা।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা জেলার সহ-সভাপতি নুরুল হুদা সাজু, যুব আন্দোলন জেলা সাধারণ সম্পাদক ফজলুল হক, মোঃ শহিদুজ্জামান, ডাক্তার রাকিব হাসান, মোহাম্মদ ইউসুফ মল্লিক, আব্দুল্লাহ আল মামুন ,আবিদ হাসান পিয়াশ, তরিকুল ইসলাম সজীব ,মিরাজুল ইসলাম ,মোহাম্মদ সিয়াম সহ থানা ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ।
সম্মেলনে প্রধান বক্তা তার আলোচনা শেষে বিগত ২০২১ সেশনের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন এবং ২০২২ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।
সভাপতি হিসেবে মুহাম্মদ গাজী রাজিব হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম সজীব ও সাধারণ সম্পাদক হিসেবে আবিদ হাসান পিয়াশ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।