ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিন শতাধিক সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে ঈদ উপহার হিসেবে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।
শনিবার (৩০ এপ্রিল) সকালে ঈশ্বরগঞ্জ উপজেলার ৮নং রাজিবপুর ইউনিয়নে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।
এসময় রাজিবপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মনজুরুল হক বলেন, মাজেদ বাবু ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকে আর্তমানবতার সেবায় ধীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। মাজেদ বাবু ফাউন্ডেশন মানবিক আবেদনে সবসময় দরিদ্র জনগণের পাশে থাকে। ভবিষ্যতে মাজেদ বাবু ফাউন্ডেশন ঈশ্বরগঞ্জে কাজের পরিধি আরও বৃদ্ধি হবে ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন রাজিবপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোসলেম উদ্দিন, রাজিবপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম, যুবদল নেতা মিজানুর রহমান বাবুল, ঈশ্বরগনজ পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক আহসান হাবিব সরকার, রাজিবপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।