মুত্তাহিদ ইসলাম মারজান, উলিপুর উপজেলা, প্রতিনিধি: আজ কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮.৩০ মিনিটে, উলিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুবেল,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক এর নেতৃত্বে, দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তলনের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়।
এবং পরবর্তীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ সহ, উলিপুর উপজেলার দলীয় কার্যালয় থেকে অসংখ্য ছাত্রলীগ নেতাকর্মীর অংগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উলিপুর পৌরবাজারে ঘুরে আবার দলীয় কার্যালয়ে শেষ হয়। এরপর দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি আদর্শ এবং স্বাধীনতা সংগ্রামে ছাত্রলীগের অবদানের কথা তুলে ধরেন।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন স্হানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন (২৭ কুড়িগ্রাম ৩), বিশেষ অতিথি, আলহাজ্ব কবির উদ্দিন সরকার (ভারপ্রাপ্ত সভাপতি উলিপুর উপজেলা আওয়ামী লীগ) বীর-মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু (সাধারণ সম্পাদক উলিপুর উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান উপজেলা পরিষদ উলিপুর) আলহাজ্ব মামুন সরকার মিঠু (মেয়র উলিপুর পৌরসভা) আরো ছিলেন, মঞ্জুরুল সরদার বাবু (ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক উলিপুর উপজেলা আওয়ামী লীগ ও সাবেক সভাপতি /সাধারণ সম্পাদক উলিপুর উপজেলা ছাত্রলীগ) মোঃসোহরাব আলী মোল্লা (যুব ও ক্রীড়া সম্পাদক উলিপুর উপজেলা আওয়ামী লীগ ও সাবেল সাধারণ সম্পাদক উলিপুর উপজেলা ছাত্রলীগ), আবু সাইদ সরকার (সাধারণ সম্পাদক উলিপুর পৌর আওয়ামী লীগ ও সাবেক সভাপতি উলিপুর উপজেলা ছাত্রলীগ), শেখ সরওয়ারদী সরদার সজিব (সাবেক আহবায়ক উলিপুর উপজেলা ছাত্রলীগ), সহ সাবেক ও বর্তমান অসংখ্য নেতৃবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।