জামালপুরের সরিষাবাড়ীতে সহযোগীতা চাওয়া সেই যমজ ৪কন্যা শিশুর পরিবারের পাশে এসে দাড়িয়েছে ‘ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি’ সংগঠন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি’ সংগঠনের উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় বাজারসামগ্ৰী নিয়ে ঐ দরিদ্র পরিবারের পাশে দাড়ান এই সংগঠনের সদস্যবৃন্দরা।

জানা যায়, গত ১৯ জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর-সরিষাবাড়ী গ্রামে অভাব অনটনের সংসারে কাঠমিস্ত্রী আতাউর রহমান বাবুর স্ত্রী, আঞ্জুয়ারা বেগম এক সাথে জন্মদেন যমজ ৪টি কন্যা সন্তান।

জন্মের পর থেকেই বিভিন্ন গণমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ে। তার পর থেকেই গ্রামের শতশত নারী-পুরুষ সেই যমজ শিশুদের দেখতে ভীড় জমান প্রতিনিয়তই। কিন্তু এত আনন্দের মধ্যেও সেই শিশু সন্তানদের লালন পালন করতে হিমশিম খাচ্ছেন কাঠমিস্ত্রী আতাউর রহমান বাবু। চার কন্যা সন্তানের দুধ কেনার টাকা ও পরিবারের অন্যান্য খরচ জোগাড় করতে না পেরে কষ্টের মাঝে দিন পার করছেন তারা।

পরে সেই শিশুদের পরিবার বিভিন্ন মাধ্যমে মানুষের কাছে সহযোগীতার আবেদন জানান। সেই সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি’ সংগঠন কিছু উপহার সামগ্রী নিয়ে তাদের বাড়িতে যান। উপহার সামগ্রীর মধ্যে ছিলো- চাল, ডাল, তেল-সাবান, চিনি, কাঁচা-বাজার, মাছ-মাংস, শিশুদের গুড়া দুধ, শীতের কম্বল ইত্যাদি সহ নগদ টাকা তাদের হাতে তুলে দেওয়া হয়।

এ-সময় সংগঠনের অন্যান্যদের মধ্যে- উপদেষ্টা রাজিবুল ইসলাম রিপন, পরিচালক আসাদুল ইসলাম আসাদ, সাধারণ সম্পাদক রাসেল হোসাইন, সভাপতি আকলিমা আফরোজ আখি, সহ সভাপতি শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক হারুন মল্লিক, সহ-অর্থ সম্পাদক বোরহান উদ্দিন, সরিষাবাড়ী কমিটির সাধারণ সম্পাদক ওমর ফারুক, ভলান্টিয়ার হাবিবুর রহমান, মোঃ সজীব হোসাইন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি সংগঠনের সহ-অর্থ সম্পাদক বোরহান উদ্দিন বলেন একসাথে চারটি কন্যা সন্তান হওয়ার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গনমাধ্যমে আসার পর আমাদের নজরে আসে। আমাদের নজরে আসার পর আমাদের সংগঠনের দায়িত্বশীলদের ব্যক্তিগত অর্থায়নে আমরা অসহায় পরিবারটির পাশে দাঁড়াই। সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ আপনাদের অবস্থান থেকে এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ান। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।