এ উপলক্ষে বুধবার (১৭ আগষ্ট) জামালপুর শহরের ষ্টেশন রোডস্থ জেএফসি’র হলরুমে সকাল থেকে শুরু হয়ে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) এর উদ্যোগ ও আয়োজনে ওরিয়েন্টেশন অন আউটকাম এন্ড ইমপ্যাক্ট (ওআইও) শীর্ষক কর্মশালা শুরু হয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, এডাব জামালপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ এনামুল হক রতন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- এডাব ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়কারী মোঃ নুরুল আমিন স্বপন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাখাওয়াত হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন, এডাব জামালপুর জেলা শাখার কার্যকরী সদস্য মোঃ রফিকুল ইসলাম, এডাব শেরপুর জেলা শাখার সহ-সভাপতি সাজেদা পারভীন ঝিনুক।
প্রশিক্ষণ পরিচালনা করেন, এডাব রিসোর্সফুল সদস্য নরেশ চন্দ্র মধু।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।