খুলনা বিভাগের সেচ্ছাসেবী সংগঠন এফএসডিও করোনা মহামারীতে করোনা সচেতনমূলক মিশন সহ রোজার দিন গুলিতে চলমান ভাবে অসহায় মানুষের মাঝে খাদ্য বিতারণ এবং ইফতারি বিতারণ করে চলেছেন ৷

আজ মণিরামপুর উপজেলার জয়পুর হাফিজিয়া মাদ্রাসাতে এফএসডিও মণিরামপুর উপজেলা শাখার উদ্যোগে মাদ্রাসার বাচ্চাদের সাথে নিয়ে ইফতার এর আয়োজন করা হয় ৷

ইফতারি বিতারণের সময় উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি দেব বিশ্বাস, ,উপজেলা শাখার সভাপতি এমদাদ খান,সম্পাদক অভি, এছাড়া উপস্থিত ছিলেন ,বিপুল হাবিবুল্লা, বৃষ্টি,শারমিন,আলামিন,রাজ,আলভী প্রমুখ ৷