করোনা প্রতিরোধে ঠাকুরগাঁও এসএসসি-৯৯ ব্যাচের মাস্ক বিতরণ
করোনা প্রতিরোধে এসএসসি-৯৯ ব্যাচের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে জেলা শহরের বেশকয়েকটি স্থানে পথচারি ও যানবাহন চলাচলকারিদের মাস্ক পরিয়ে দেন এসএসসি-৯৯ ব্যাচের সদস্যরা।
এসময় এসএসসি-৯৯ ব্যাচের অন্যতম উদ্যোগতা ও ঢাকা গাজীপুরের এ্যাডিশনাল এসপি সুশান্ত সরকার এ কার্যক্রমে উপস্থিত ছিলেন। এসময় তিনি বলেন, ভারতে যেভাবে করোনা সংক্রামন ছড়িয়েছে সেই ভয়াবহ থেকে বাঁচতে সকলকে সচেতন হতে হবে। ঠাকুরগাঁও জেলা সীমান্তবর্তি হওয়ায় আমাদের এলাকায় যে কোন সময় করোনার ভয়াবহতা রুপ নিতে পারে তাই প্রত্যেকে সাবধনতার সাথে চলাফেরা করলে আমরা এ থেকে রক্ষা পেতে পারি। তাই আমরা মনে করি নিচে সচেতন হই অন্যকেউ সচেতন করি।
মাস্ক বিতরণকালে এসএসসি-৯৯ ব্যাচের ডাঃ তূর্য, ডাঃ হাবিব লিটন, সুমন দাস, সন্তোষ রায়, মাসুম, লিয়ন, মাসুম বিল্লাহ তালাস, নয়ন, সুদিপ্ত, সাদেকুল, আসাদ, রুবেলসহ অনেকে উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।