হৃদয় আহমেদ, নেএকোনা প্রতিনিধি: কলমাকান্দা নেত্রকোনার কলমাকান্দায় নাজিরপুর এপি মিলনায়তনে নাজিরপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে ও শিশু ফোরাম সদস্য/সদস্যাদের অংশগ্রহণে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক ওরিয়েন্টেশন শনিবার অনুষ্ঠিত হয়েছে।

এপি প্রজেক্ট অফিসার জনি মল্লিকের সভাপতিত্বে ও প্রজেক্ট অফিসার টুকি চাম্বুগং এর সঞ্চালনায় আলোচনা সভায় শিশু সুরক্ষা, শিশু মানবাধিকার,

ইভটিজিং, শিশু ও নারী নির্যাতন বিষয়ক সুরক্ষায় মূল বক্তব্য উপস্থাপন করেন কলমাকান্দা প্রেসক্লাব সেক্রেটারী ও মানবাধিকার কর্মকর্তা মো. ফখরুল আলম খসরু।