কুষ্টিয়ার পান্টিতে দীর্ঘদিন ধরে খড়কুটোর আর পাতার ঘরে বসবাস করা সমাদের পরিবার পেল নতুন টিনশেড ঘর।

বৃহস্পতিবার (১৪জুলাই) সকাল ১০টার দিকে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের পক্ষ থেকে তৈরি ঘরটি হস্তান্তর করা হয়েছে ।

জানা যায়, আব্দুস সমাদ পান্টি বাজারে পরের দোকানে কাজ করে পরিবারের খরচ বহন করতেন। বিষয়টি সংগঠনের নজরে আসলে দুই রুম বিশিষ্ট টিনশেডের ঘর তৈরির উদ্যোগ নেন।

এ সময় উপস্থিত ছিলেন, মাসুদ মোল্লা, তোফাজ্জল হোসেন বুলবুল, আবু সেলিম, মোহন বিশ্বাস, মীর আকবার হোসেন, লিয়াকত আলী, হাফেজ মাহবুবুর রহমান,সংগঠনের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল ’সহ সংগঠনটির সদস্যবৃন্দরা।

সমাদের মা জরিনা খাতুন ছলছল চোখে বলেন, ঘর পেয়ে আমি অনেক খুশি হয়েছি। এখন থেকে শীত-বর্ষার সময় আমাদের আর কষ্ট হবে না।

মাসুদুর রহমান বলেন, ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের কল্যানে আমাদের এলাকায় অনেক ভালো ভালো কাজ ইতিপূর্বে সম্পুণ হয়েছে। সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করি।

ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল বলেন, এই ঘরটি আমাদের ২২ তম প্রকল্প। ইয়থ ডেভেলপমেন্ট ফোরাম দীর্ঘ সময় ধরে সমাজের বিভিন্ন অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।