মামুনুর রশীদ মামুন, কুড়িগ্রাম

 

কুড়িগ্রামে দুঃস্থ, টোকাই, ভিক্ষুক ও মানসিক ভারসাম্যহীন লোকজনের মধ্যে দুপুরের খাবার বিতরণ করেছে ‘বাংলাদেশ যুব শক্তি’ নামের একটি সংগঠন। কুড়িগ্রাম জেলা শহরের বিভিন্ন অংশে ঘুরে ঘুরে এমন মানুষজনের মধ্যে খাবার বিতরণ করে তারা।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক মোঃ নুরুন্নবী মিয়া, সদস্য সচিব আঃ মান্নান প্রধান, আহবায়ক সদস্য হাসান জেহাদি, সাদিকুল ইসলাম, শেখ নিজাম উদ্দিন, উৎসর্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য খোরশেদ আলম প্রমুখ।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, লকডাউনে এই মানুষগুলো খাদ্য সংকটে ভুগছে। হোটেল-রেস্টুরেন্ট সব বন্ধ থাকায় এদের খাবার পাওয়ার সুযোগ অনেক কমে গেছে। আমরা তাদের জন্য একবেলার খাবার সরবরাহের চেষ্ঠা করেছি। আমরা আমাদের সামর্থ অনুযায়ী এটা চলমান রাখার চেষ্ঠা করবো।

এ প্রসঙ্গে বাংলাদেশ যুব শক্তির কেন্দ্রীয় উপদেষ্টা হানিফ বাংলাদেশী মুঠোফোনে জানান, কিছু মানুষের কাছে করোনার চেয়েও ক্ষুধা ভয়ংকর সমস্যা। অনেকে এদের রাস্তার মানুষ বলে। মহামারীতে এরা বাসাবাড়িতে ভিক্ষা পর্যন্ত পায় না। দোকানপাট বন্ধ থাকায় এদের খাবার সংগ্রহ করাও কঠিন হয়। এদের জন্যই আমাদের সাধ্যের মধ্যে সামান্য আয়োজন। এটা ঢাকা ছাড়াও বিভিন্ন জেলায় জেলায় অব্যাহত আছে।