এন এম রায়হান,নিজেস্ব প্রতিবেদকঃ কোভিড-১৯ এর সেচ্ছাসেবীকা জান্নাতুলের ৬ষ্ট তম রক্তদান সম্পন্ন। যদি হই রক্তদাতা জয় করবো মানবতা,স্লোগানটি সামনে রেখে ৬ষ্ট তম AB+ লাল ভালোবাসা দিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সেচ্ছাসেবক জান্নাতুল ফেরদৌস।
হঠাৎ করে একটা ফোন আসে তার ফোনে একটা লোক তাকে জানালো যে মিতু ডায়াগনস্টিক সেন্টার (জীবননগর,চুয়াডাঙ্গা)এ এক গর্ভবতী মায়ের জন্য ব্লাডের প্রয়োজন তাৎক্ষণিক ফোনটা রেখে ছুটে চলে গেলো ব্লাড দিতে।
ব্লাড দিয়ার পরে তার কাছে শোনা হলো যে কেনো সে এই রক্তদান করেন-তখন সে দৈনিক কলম কথার নিজেস্ব প্রতিবেদক এন এম রায়হান কে জানাই যে নিয়মিত রক্ত দিলে যে ক্যালোরি খরচ হয়, তা ওজন কমানোর ক্ষেত্রে ও রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, শরীরে হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, জন্ডিস, ম্যালেরিয়া, সিফিলিস, এইচআইভি বা এইডসের মতো বড় কোনো রোগ আছে কি-না,
সেটি বিনা খরচে জানা যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং শরীরের ভারসাম্য ঠিক থাকে। জান্নাতুল সবাইর কাছে দোয়া প্রার্থী যে সে অজীবন মানবতার কাজে নিজে বিলিয়ে দিতে পারে।