মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আজ শনিবার (২৬ মার্চ) সকালে মহানগরীর গল্লামারী স্মৃতিস্তম্ভে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর সভাপতি গাজী আলাউদ্দিন আহমদ এর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা রোটাঃ ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, সহ-সভাপতি রোটাঃ সরদার আবু তাহের, সাধারণ সম্পাদক এম. এ. মান্নান বাবলু, অর্থ-সম্পাদক মোঃ বদিউজ্জামান লাবলু, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির বালী, নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক জোদ্দার, মোঃ লিটন হোসেন, নাঈম ফারহান, ইমরান পারভেজ, আল ইমরান রিজভী, এইচ এম মুনতাকিম সেজান, গাজী নাভিদ আহমদ প্রমুখ।
নেতৃবৃন্দ এ সময় দেশ মাতৃকার প্রয়োজনে আত্মত্যাগকারী শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত ও সর্বোচ্চ স্বর্গীয় শান্তি কামনা করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।