আবু সালেহ মুসা, আমতলী উপজেলা প্রতিনিধি: ‘মানুষ মানুষের জন্য’ এই বিশ্বাস ধারণ করেন স্বেচ্ছাসেবীরা। তাইতো করোনাকালে টিকা কার্যক্রমে নিরলস কাজ করছেন তারা। সারাদেশে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে টিকা কার্যক্রম এগিয়ে নিতে দায়িত্ব পালন করে যাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা। দেশের প্রতিটি টিকা কেন্দ্রেই দক্ষ যুব সদস্যরা স্বাস্থ্যকর্মীদের সহায়ক হয়ে সেবা দিয়ে যাচ্ছে।
এদিকে বরগুনার আমতলীতে টিকা কার্যক্রমে ডিউটিরত অবস্থায় যুব রেড ক্রিসেন্টের এক সদস্য অসুস্থ হয়ে পরেন। শারীরিক দূর্বলতার কারণেই সে অসুস্থ হয়ে পরেছে বলে জানা যায়। অসুস্থ ঐ যুব সদস্যের নাম মোসাঃ সনিয়া (১৭)। সে যুব রেড ক্রিসেন্টের আমতলী সরকারী কলেজ শাখার যুব সদস্য।
অসুস্থ সোনিয়া আমাদের জানান, গতকাল ২৮ তারিখ কোভিড-১৯ এর গণটিকার কার্যক্রম শুরু হয়। ঐ টিকা কার্যক্রমে ডিউটি করতে সকালে আমি হাসপাতালে আসি। পরে টিকা নিতে আসা মানুষের সিরিয়াল ঠিক করতে গিয়ে আমি ধীরে ধীরে শারীরিক দূর্বলতা অনুভব করি। এর কিছুক্ষণ পরেই সম্পূর্ণভাবে অসুস্থ হয়ে পরে যাই।
উপস্থিত যুব সদস্য রাবেয়া আক্তার জানান, অসুস্থ হওয়ার পরপরই আমরা তাকে হাসপাতালের বেডে নিয়ে যাই। পরে নার্সরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তার সুস্থতার জন্য চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানান।
আমতলী উপজেলা শাখার জনসংযোগ ও পরিকল্পনা বিভাগীয় প্রধান সাদেকুর রহমান জাবেদ জানান, তার অসুস্থতার কথা শোনামাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে খোঁজ নিয়েছি। সে চিকিৎসাধীন আছে। তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমতলী উপজেলা শাখার দলনেতা মোঃ আবু তাহের জানান, যুব সদস্যের অসুস্থতার কথা আমি শুনেছি। তার খোঁজ নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।
আসলেই শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও সোনিয়ার মতো হাজারো স্বেচ্ছাসেবী এভাবেই নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। তাই সেবার তাগিদটা অর্থ কিংবা প্রাপ্তির গণ্ডিতে সীমাবদ্ধ নয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।