কনকনে শীতে উষ্ণতা দিতে গাইবান্ধা’র নলডাঙ্গায় শীতার্ত জনতার মাঝে শীতবস্ত্র বিতরণ করে দৃস্টান্ত স্থাপন করেছে ‘বিবেক এইড ফাউন্ডেশন’ নামক একটি সেচ্ছাসেবী সংগঠন। গেল মাসের ২৮/০১/২০২২ ইং শুক্রবার, দুপুরে আনুষ্ঠানিক ভাবে সংগঠনের সেচ্ছাসেবীবৃন্দের উপস্থিতিতে ৩০ জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময়, সংগঠনের সেচ্ছা সেবকরা দৈনিক কলম কথা’কে জানান, বিবেক এইড ফাউন্ডেশন একটি কানাডা ভিত্তিক চ্যারিটি অর্গানাইজেশন। ২০১৭ সাল থেকে এই অর্গানাইজেশনটির যাত্রা শুরু হয়। তারপর থেকেই বিভিন্ন খাতে বিভিন্ন ভাবে অসহায় দরিদ্র মানুষদের সহযোগিতা করে যাচ্ছেন তারা। প্রতি বছরের মতো ফাউন্ডেশনটি এবারও পাশে দাঁড়িয়ে ছিল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র নিয়ে।
তারই প্রেক্ষিতে ‘বিবেক এইড ফাউন্ডেশন’ সংগঠনটি উত্তরাঞ্চলের গাইবান্ধাতে শীতবস্ত্র বিতরণ করার উদ্যোগ গ্রহন করে, এবং ছিন্নমূল মানুষ সহ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।