আজ ১২ই মে বুধবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে অসহায় দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরন করা হয়।
আয়োজনেঃ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
এ সময় উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ভাইস চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য, জাতীয় অন্ধ কল্যাণ চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক,
জেলা কৃষক লীগের সহ-সভাপতি জনাব মোঃ আব্দুল হাকিম, রেড ক্রিসেন্ট সোসাইটি সাধারন সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পাঠাগার এর সাধারন সম্পাদক জনাব মোঃ আশিক আহমেদ ফারুক,সদস্য জনাব মোঃ আবু সুফিয়ান, সদস্য জনাব মোঃ মাহমুদুর রহমান রোমান, সদস্য জনাব মোঃ আব্দুর রাকিব, অফিস সহকারি মাইনুল ইসলাম, অফিস সহকারি সুমাইয়া ইসলাম-যুব প্রধান ও যুব সদস্যবৃন্দরা।
চারশত অসহায় দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানসহ সম্মানীয় সদস্য বৃন্দ ও অতিথিদের সংক্ষিপ্ত বক্তব্যই বলেছেন করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে হলে আমাদের দৈনন্দিন চলাফেরাতে পরিবর্তন আনতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া কারোরই উচিত হবে না।
আমরা যে কেউ যেকোনো সময় এই রোগে আক্রান্ত হতে পারি। তাই প্রয়োজন সচেতনতা ও সতর্কতা। শুধু নিজে সতর্ক থাকলেই চলবে না। সবাইকেই সচেতন থাকার আহবান জানায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।