
নিজস্ব প্রতিবেদকঃ উৎসব মুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন “চাঁপাই ব্লাড লাভার” এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

১৪ নভেম্বর (শুক্রবার) প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্যে ছিল আলোচনা অনুষ্ঠান, মতবিনিময় ও অতিথিবৃন্দ সহ বৃদ্ধাশ্রমে, বৃদ্ধদের দুপুরের খাবার পরিবেশন।
চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা প্রবীণ নিবাস (বৃদ্ধাশ্রম) মিলনায়তনে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এস এ শাকিল।
অর্থ ও ধর্ম বিষয়ক সম্পাদক উসমান গনি জিহাদের এর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক ফয়সাল আজম অপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী এভার কেয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক সুমন আজিম, স্বেচ্ছাসেবী সংগঠন চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সাবেক সভাপতি আকতারুজ্জামান শিহাব, চাঁপাই ব্লাড লাভার এর পরিচালক মুশাইব আলী (রাহাত), ক্রীড়া বিষয়ক সম্পাদক এস বি বাদশা।
আলোচনা সভায় সংগঠনের সার্বিক কর্মকান্ড ও মানবসেবায় বিশেষ অবদানের কথা তুলে ধরে সদস্যদের কাজের মূল্যয়ন করা হয়।
আলোচনা সভায় প্রধান উপদেষ্টা ফয়সাল আজম অপু বলেন, “চাঁপাই ব্লাড লাভার” এর একদল তরুণ শুধু চাঁপাইনবাবগঞ্জে নয়, অনলাইনের মাধ্যমে সারাদেশে মানবসেবায় কাজ করে যাচ্ছে। রোগীর সংকটময় সময়ে রোগীর স্বজনরা “চাঁপাই ব্লাড লাভার” কে স্মরণ করছে। গর্বিত সদস্যরা এগিয়ে এসে রক্ত দিয়ে জীবন বাঁচাতে কাজ করছে অবিরাম। সংগঠনটি অর্থ সংকটের মধ্য দিয়েও মানবসেবায় কাজ করে যাচ্ছে। “চাপাই ব্লাড লাভার” স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করতে, পরিচয় দিতে গর্ববোধ করি বলেও জানান তিনি।
এছাড়াও আমন্ত্রিত অতিথিদের সাথে সংগঠনের সকল সদস্যরা অংশ নেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।