মোঃ ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার : চা শ্রমিক ইউনিয়নের নেতারা শ্রমিকদের ঠকিয়ে কোটি টাকার মালিক বনে গেছেন বলে অভিযোগ করেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের এডহক কমিটির সভাপতি শ্রীমঙ্গল রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বুনার্জি।

রোববার দুপুরে চা শ্রমিক ইউনিয়ন এডহক কমিটির ব্যানারে সেবাসহ ৫’শ টাকা মজুরীর দাবীতে শ্রীমঙ্গলে মানববন্ধন কর্মসূচী পালন করে। পরে কমিটির সভাপতি বিজয় বুনার্জির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর বিভিন্ন দাবী দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

এসময় শ্রমিকনেতা বিজয় বুনার্জি ৩শ’ টাকা মজুরী দাবিতে আন্দোলরত শ্রমিক নেতৃবৃন্দের কমিটিকে মেয়াদত্তীর্ণ ও অবৈধ দাবী করে বলেন, তারা মালিক পক্ষের সাথে আতাঁত করে দুর্নীতির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এই শ্রমিক নেতারা চা মালিকদের সাথে আতাঁত করে ১শ’ ২০ টাকা মজুরির কাজ করে অট্টালিকার মালিক হয়ে গেছেন।

কিন্তু চা শ্রমিকরা বাগানে পাকা ঘর তৈরি করতে পারে না। বিজয় বলেন, গত ১৯ মাস থেকে শ্রমিকদের স্বার্থে তারা কোন দাবী আদায় করতে পারেনি। এখন আবার ৩শ’ টাকা মজুরীর দাবীতে আন্দোলনের নামে কারখানা বন্ধ করে শ্রমিকদের রাস্তায় নামিয়েছে।

তিনি বলেন,অবৈধ কমিটির নেতারা ইতিমধ্যে চা মালিদের নিকট প্রস্তাব করেছেন তাদের জন্য ২০ টাকা রেখে ১৮০ টাকা শ্রমিদের মজুরী বৃদ্ধি করলেই তারা মেনে নিবেন। তিনি আরও বলেন এই কমিটি আদালত কর্তৃক অবৈধ ঘোষণা হয়েছে। তারপরও তারা নির্বাচন না দিয়ে জোড় করে লেবার হাউজ দখল করে রেখেছে। বিজয় বুনার্জি বলেন,বিএনপি আমলে বিএনপি নেতৃবৃন্দ তাদেরকে জোড় করে লেবার হাউজ থেকে বের করে দেয় এবং এই অবৈধ কমিটির নেতৃবৃন্দকে ক্ষমতায় বসায়। যারা আজ পর্যন্ত লেবার হাউজ দখল করে আছে।

তিনি অবৈধ কমিটির নেতৃবৃন্দের দুর্নীতির খাতগুলো তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান এবং অবিলম্বে দাখিলকৃত ৩৫ সদস্য বিশিষ্ট এডহক কমিটির নিকট দায়িত্ব তুলে দিতে তিনি হুঁশিয়ারী দেন।

উল্লেখ্য,গত ১৩ আগষ্ট সকাল থেকে ৩০০ টাকা মজুরি বৃদ্ধির দাবীতে শ্রীমঙ্গলসহ দেশের ১৬৭ টি চা বাগানে শ্রমিকরা একযোগে কর্মবিরতি পালন করছেন।