ঠাকুরগাঁও সদর উপজেলার ছোট বালিয়ায় করিমা ফাউন্ডেশনের পক্ষ থেকে ৬ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
আজ সোমবার ছোট বালিয়া চৌধুরী বাড়ি প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
করিমা চৌধুরী ফাউন্ডেশনের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে করিমা ফাউন্ডেশনের সভাপতি কাদেরুল হক চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (ইন সাভিস ট্রেনিং) নাছির উদ্দিন যুবায়ের, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়া, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক রেজাউর রাজী স্বপন চৌধুরী, জেলা আ’লীগের সদস্য রাজিউর রেজা খোকন চৌধুরী, শামিনুর রহমান জয় চৌধুরী, করিমা ফাউন্ডেশনের সাধারন সম্পাদক রাজিউর ফারুক রুমেল চৌধুরী, করিমা ফাউন্ডেশনের সদস্য রতন চৌধুরী, রিপন চৌধুরী প্রমুখ।
এ সময় এলাকার ৬শতাধিক অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।