জামালপুরে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির স্মারক লিপি প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। অদ‍্য বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুর জেলা প্রশাসকের মাধ্যমে ভূমি সচিব বরাবরে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি জামালপুর জেলা শাখা স্মারক লিপি প্রদান করেছে।

 

এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তাগণ জানান, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাগণের উন্নীত বেতন স্কেলের স্থগিতাদেশ প্রত্যাহারপূর্বক জিও জারীর তারিখ থেকে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে এবং ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তা নিয়োগ বিধিমালা-২০২১ অনুযায়ী নিয়োগ ও পদোন্নতি প্রদানের দাবিতে আজ সারাদেশে একযোগে এ স্মারকলিপি প্রদান করা হচ্ছে।

 

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি জামালপুর জেলার আয়োজনে এ স্মারক লিপি প্রদানপূর্ব সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি জামালপুর জেলার সভাপতি মোঃ আয়েন উদ্দিন, সাধারণ সম্পাদক রতন কুমার দে এবং ভূমি উপ-সহকারী কর্মকর্তা মাহাবুবুল আলম।

 

এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি জামালপুর জেলার সদস্য মোঃ ছানাউল ইসলাম, জাহাঙ্গীর আলম, আব্দুল মন্নাফ, মোঃ হানিফ উদ্দিন, মোজাহার উদ্দিন, বদরুল আলম, বদরুর রশীদ, কে. এম শহীদুল্লাহ, আলাল উদ্দিন, আবুল কালাম, মেহেদী জামান, আবুল হাশেম, খন্দকার মুসা, রফিকুল ইসলাম, ফজলুল করিম, মিজানুর রহমান, রাসেল মাহমুদ, শাহাদত হোসেন, তারিকুল ইসলাম, আব্দুর রশীদ, ইমান আলী, আলেয়া খাতুন ও ফজলুল আলম সিদ্দিকীসহ অন্যান্য ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ।