সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঠাকুরগাঁও জেলা ইউনিটের আয়োজনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইউনিটের সভাপতি এডভোকেট সৈয়দ আলম,
সাধারণ সম্পাদক এডভোকেট এনতাজুল হক,
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল হালিম, সহ জেলা ইউনিটের আরো অন্যান্য নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দেওয়া না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আইনজীবীরা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।