ঠাকুরগাঁও জেলা দলিল লেখক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়। ২৩ ফেব্রুয়ারি বুধবার আর্ট গ্যালারীতে অবস্থিত ঠাকুরগাঁও জেলা সাব রেজিস্ট্রার নতুন ভবনের হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে আব্দুল ওয়াদুদ সরকার ও সাধারণ সম্পাদক পদে মো: আমিনুল ইসলাম নির্বাচিত হন।
দলিল লেখক কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক নির্বাচনে কমিশনার ও প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন জেলা সাব রেজিস্ট্রার মো: ইসমাইল হোসেন। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন হেড কার্ক রবিউল ইসলাম, সিদ্দিকুল ইসলাম, দেলোয়ার হোসেন। নব নির্বাচিত সভাপতির এপিএস দিলীপ কুমার রায় এ সময় উপস্থিত ছিলেন।
নির্বাচনে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদে সভাপতি পদে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন আব্দুল ওয়াদুদ সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন আবুল, তিনি ২৭ ভোট পান। সহ সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী, প্রচার সম্পাদক আলতাফ হোসেন,কোষাধ্যক্ষ শচীন চন্দ্র বর্মন, দপ্তর সম্পাদক জুয়েল ইসলাম শান্ত,কার্যনির্বাহী সদস্য আলমগীর, মুনির ও কসির। নির্বাচনে মোট ৮৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।