ঠাকুরগাঁওয়ে ৫দিন ব্যাপি উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ঠাকুরগাঁও জেলা কার্যালয় এর উদ্যোগে প্রতিষ্ঠানের কার্যালয়ে আজ সোমবার দুপুরে এ উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ কোর্সের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ঠাকুরগাঁও জেলা কার্যালয় এর উপ-ব্যবস্থাপক মো: নুরেল হক। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ঠাকুরগাঁও জেলা কার্যালয় এর কর্মকর্তা মোফাসেরুল ইসলাম, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সহ:সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মোঃ আল আমিন,উদ্যোক্তা প্রিয়াংকা রায় প্রমুখ।
এসময় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ঠাকুরগাঁও জেলা কার্যালয় এর কর্মকর্তারা, সাংবাদিক ও প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ঠাকুরগাঁও জেলা কার্যালয় এর উপ-ব্যবস্থাপক মো: নুরেল হক জানান, তৃণমুলে ভালো উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বার্ষিক কর্মসুচির অংশ হিসেবে ৫দিন ব্যাপি উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। আগামী ২৭ শে নভেম্বর এ প্রশিক্ষণ সমাপ্ত হবে। এই প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে থেকে ক্ষুদ্র ও কুটির শিল্প এর জন্য লোন বা ঋণ পাবেন। পাশাপাশি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর সার্বিক সহযোগিতাও পাবেন বলেও জানান তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।