বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজন দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, আল মামুন আলম, সাংগঠনিক সম্পাদক জাফর উল্লাহ, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব হাসান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার নুরুজ্জামান নুরু, জেলা ছাত্রদলের সভাপতি কায়েস সহ দলটির অন্যান্য ।
তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন জেলা বিএনপি সহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য গতকাল শনিবার সন্ধ্যায় কোভিড পরীক্ষায় তিনি পজিটিভ হন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, দুই দিন ধরে মির্জা ফখরুল ইসলাম কিছুটা অসুস্থ বোধ করছিলেন। বর্তমানে তিনি ব্যক্তিগত চিকিৎসক রায়হান রাব্বানীর তত্ত্বাবধানে বাসায় চিকিৎসা নিচ্ছেন।
এর আগে গত ১১ জানুয়ারি ২০২২সে মির্জা ফখরুল ইসলাম করোনা সংক্রমিত হয়েছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।