ঠাকুরগাঁওয়ে রেইনবো হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি বে-সরকারি হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।
আজ জেলা শহরের বঙ্গবন্ধু সড়কের পাশে অবস্থিত হাসপাতালটির দ্বি-তৃতীয় তলায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ নুর নেওয়াজ আহম্মেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ্ব আফাজ উদ্দীন ভুঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অনার্স এ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি জুলফিকার আলী।এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাসপাতালের অন্যান্য মালিক, চিকিৎসক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সংবাদকর্মীসহ চিকিৎসা সংশ্লিস্টরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাল চিকিৎসার জন্য ভাল প্রতিষ্ঠান ও দক্ষ জনবলের প্রয়োজন আছে। উদ্বোধনের আগে থেকেই শোনা গেছে রেইনবো হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ অত্যাধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে এবং দক্ষ জনবল দিয়ে পরিচালিত করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আর সেটি কার্যত হলে অবশ্যই সাধারন মানুষ চিকিৎসার জন্য ছুটে আসবে। আর মানুষ সেটিই আশা করেন।
এদিকে ডায়াগনস্টিক সেন্টারে আসা ইব্রাহিম আলম ও সুমি আক্তার বলেন, এখানে রোগীদের চিকিৎসার জন্য রয়েছে অত্যাধুনিক মেশিনপত্র যা দেখে আমরা নিজেরাই মুগ্ধ।
পরিশেষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আফাজ উদ্দীন ভুঁইয়া বলেন, সকলের পরামর্শে হাসপাতাটি পরিচালনায় ভুমিকা রাখবে। কম খরচে ভাল চিকিৎসা সেবা প্রদানের মুল লক্ষ্য বলে দাবি তার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।