ঠাকুরগাঁওয়ে শিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ স্কুল ব্যাগ ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়।

রোববার নারগুন ইউনিয়ন পরিষদ চত্তরে এ উপকরণ বিতরণ করা হয়।অনুষ্টানে ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপির আয়োজনে সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি পুলিশ সুপার মো: জাহাঙ্গীর হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারগুন ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মো:সেরেকুল ইসলাম, ওসি তদন্ত মো: আতিকুল ইসলাম, সাব ইন্সপেক্টর পারভীন ও এপির প্রোগ্রাম অফিসার বেতেল সরকার প্রমূখ।

এ সময় বক্তারা বলেন এ ধরণের কাযর্ক্রম আরো জোরদার করলে স্কুলগামী শিশুরা পড়াশুনায় আগ্রহী হবে এবং শিশুদের স্কুলে ঝরেপড়া রোধে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। এছাড়া বাল্য বিবাহ বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, শিশু সুরক্ষা, সামাজিক নিরপত্তা জোরদারকরণ, মাদকমুক্ত দেশ ও শিশু সহিংসতা প্রতিরোধ সহ বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দেন।

নতুন স্কুল ব্যাগ ও জ্যামিতি বক্স হাতে পে‌য়ে শিশু শিক্ষার্থীরা বেশ খুশি।