শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস ২০২৩ উশু প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এর আয়োজনে ও ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সোমবার দিনব্যাপী শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে প্রথম পর্ব আন্ত: উপজেলা এই গেম অনুষ্ঠিত হয়।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় উশু কোচ হেড জাজ় আব্দুর রাজ্জাক, জেলা ফুটবল এসোসিয়েশন সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য প্রবীর কুমার গুপ্ত, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য বিভাস রায় মানস, জেলা প্রধান উশু কোচ বাবুল আহমেদ রুবেল বাংলাদেশ উশু খেলোয়াড় কল্যান সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, মহিলা উশু কোচ আফসানা আক্তার রিতু।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন খেলায় সাইড জাজ নুর উল্লা কামিল, সাইড জাজ রাসেদ,
উশু টিম মেনেজার জয় মহন্ত অলক, শরিফুল ইসলাম সহ অন্যান্যরা।

অনুষ্ঠান শেষ আমদিত অতিথিরা বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার তুলে দেন।

উল্লেখ্য আট দিন ব্যাপী এই গেমে অংশগ্রহণ করেন জেলার উশুর এসোসিয়েশনের
ঠাকুরগাঁও সদর সহ পীরগঞ্জ, রাণীশংকৈল, বালিয়াডাঙ্গী উপজেলার ৩২জন খেলোয়াড় অংশ গ্রহণ করে।