ঠাকুরগাঁওয়ে অসহায় শিশুদের নিয়ে হয়ে গেল সেচ্ছাসেবী সংগঠন সহায়ের বনভোজন

 

ঠাকুরগাঁওয়ে অসহায় শিশুদের নিয়ে হয়ে গেল সেচ্ছাসেবী সংগঠন সহায় (জুলুমবস্তি) বার্ষিক বনভোজন। আজ শুক্রবার সদর উপজেলার আকচা ইউনিয়নের লোকায়ন জাদুঘর চত্বরে এর আয়োজন করে সংগঠনটি। 

স্বাস্থ্যবিধি মেনে সেখানে আলোচনা সভা, শিশুদের খেলা প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপি নানা কর্মসুচির উদ্যোগ নেয়া হয়।

আলোচনা সভায় সংগঠনটির সহ-সভাপতি জিয়াউর রহমান বকুলের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আঞ্জুমান আরা বন্যা, চেম্বার অব-কমার্সের সভাপতি হাবিবুল ইসলাম বাবলু, চেম্বার অব-কমার্সের পরিচালক মামুন অর রশিদ, সংগঠনের উপদেষ্টা ও বক্ষব্যাধি হাসপাতালের কনসালটেন্ট ডাঃ সুবেন্দ্র দেবনাথ, সিনিয়র সাংবাদিক শামসুজ্জোহা বাবলু, সংগঠনের সাধারণ সম্পাদক আরাফাত হোসেনসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় বক্তারা বলেন, সেচ্ছাসেবী সংগঠন সহায় সংগঠনের সদস্যরা অসহায় মানুষের পাশে থেকে কাজ করছে। সে কারনে আমরা তাদের পাশে ছিলাম আগামীতেও থাকবো বওেল প্রতিশ্রুতি দেন। 

পরে প্রত্যেক অসহায় শিশুদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। পুরস্কার বিতরন শেষে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।