“বাংলাদেশের সকল শিশুর জন্য আশা, আনন্দ ও ন্যায্যতার স্বর্ণালী ৫০ বছর” এই শ্লোগানে ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ৫০ বছর পুর্তি উদযাপন করা হয়েছে।
সোমবার (৬ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব আবু তাহের মো: সামসুজ্জামান আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কেটে ওয়ার্ল্ডভিশনের ৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ সুচনা করেন।
পরে ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপির আয়োজনে আলোচনা সভায় সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে বক্তব্য দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান। বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোশারফ হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার শরিফুল ইসলাম, এপির প্রোগ্রাম অফিসার তপন মন্ডল ও বেটেল সরকার প্রমুখ।
এ সময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দীর্ঘ ৫০ বছর পথচলায় সকলের সহযোগিতা ও আন্তরিকতার কথা তুলে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেন ওয়ার্ল্ডভিশনের এপি ম্যানেজার লিওবার্ট চিসিম।এছাড়া বক্তাগণ ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন উন্নয়ন মূলক সার্বিক কার্যক্রমের বিষয় তুলে ধরে সংস্থাটিরজন্য সাধুবাদ, শুভকামনা ও সাফল্য কামনা করে উপজেলার আর্থ-সামাজিক উন্নয়নে সংস্থাটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবর্গ, শিশু ও যুব ফোরামের সদস্যবৃন্দ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।