ঠাকুরগাঁওয়ে দুই দিন ব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। এসএমই ফাউন্ডশেনের উদ্যোগে আজ বুধবার সন্ধ্যায় দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক শেষ করা হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতির ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার নেতা এবং সিএম আইয়্যুব বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দুলাল এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন নারী উদ্যোক্তা ও কারুপণ্য উন্নয়ন সমিতির সভাপতি এবং কারুপণ্যের স্বত্তধিকারী চন্দনা ঘোষ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এস এম ই ফাউন্ডশেনের সহকারী ব্যবস্থাপক রেজাউল করিম।

 

এ উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশিক্ষক মো: জাকির হোসেন শ্যামল, উদ্যোক্তা আসাদুজ্জামান আসাদ, উদ্যোক্তা সাথী আক্তার, রোজিনা আক্তার, প্রিয়াঙ্কা দাশ, উম্মে কুলসুম, শাহনাজ পারভীন প্রমুখ।

বক্তারা উদ্যোক্তাদের আরো বেশি সামনে এগিয়ে এসে প্রশিক্ষণের মাধ্যমে জ্ঞান অর্জন এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান ব্যবসায় বিনিয়োগ করে নিজে সফল উদ্যোক্তা হয়ে অন্যদের অনুপ্রাণিত করার আহবান জানান।

এর আগে দিনব্যাপী আইসিটি বিষয়ে উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করেন এস এম ই ফাউন্ডশেনের প্রশিক্ষক মো: জাকির হোসেন শ্যামল। প্রশিক্ষণ কর্মশালায় ২০জন তরুণ নারী ও পুরুষ উদ্যোক্তা অংশ নেন। এছাড়াও উদ্যোক্তাদের আইসিটি ও অনলাইন বিজনেস এবং ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয় উক্ত কর্মশালায়। কর্মশালা শেষে উদ্যোক্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন অতিথিরা।