জঙ্গিবাাদ, সন্ত্রাস, চলমান নৈরাজ্য এবং বিএনপি জামাতের জনবিচ্ছিন্ন কর্মকান্ড, দেশকে অস্থিতিশীল করার পায়তারা ও সকল ষড়যন্ত্র রুখে দিতে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় বিক্ষোভ মিছিল করেন ঠাকুরগাঁও যুবলীগের নেতা-কর্মীরা।
শনিবার (৫মার্চ) সন্ধ্যায় দলীয় কার্যালয় ভবন থেকে ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি মো. আব্দুল মজিদ আপেল এর সভাপতিত্বে ৫শতাধিক নেতাকর্মীর নিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ অফিসেএসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ সাদেক কুরাইশী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশিষ দত্ত সমির, দপ্তর সম্পাদক প্রশান্ত কুমার দাস, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন,‘ বাংলাদেশ উন্নয়নের পথে যখন এগিয়ে যাচ্ছে তখন জনবিচ্ছিন্ন দল বিএনপি দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। তাদের ষড়যন্ত্র রুখে দিতে যুবলীগ রাজপথে আছে। থাকবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।