ঠাকুরগাঁওয়ে স্বনামধন্য ইলেকট্রিক পণ্যের প্রতিষ্ঠান সুপারষ্টার গ্রুপের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

প্রতিষ্ঠানের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুরে শহরের অপরাজেয় ৭১ চত্বরে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলাপ্রশাসক সার্বিক মামুন ভূইঞা। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসনের এনডিসি আব্দুল কাইয়ুম খান চৌধুরী, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আনজু মান আরা বেগম বন্যা, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সহঃ সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুপার স্টার গ্রুপের এফও সাদেকুল ইসলাম, মারুফ সিদ্দীক, ফরিদুল ইসলাম, জুয়েল ইসলাম, জেটিএসএম ইকবাল হোসেন , ইমারত নির্মাণ ও কাঠমিস্ত্রী শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব, সহ সাধারণ সম্পাদক মো: শাহীন ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপার স্টার গ্রুপের ঠাকুরগাঁও ডিপোর বিতরণ বিভাগের নির্বাহী কর্মকর্তা নওশের আলী।

অনুষ্ঠানে পাচ শতাধিক অসহায়, দরিদ্র, দুস্থ, ছিন্নমূল মানুষকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।