পবিত্র মাহে রমজান উপলক্ষে ঠাকুরগাঁও অনলাইন উদ্যোক্তা পরিবার এর উদ্যোগে ইফতার বিতরণ করা হয়।

বুধবার বিকেলে শহরের চৌরাস্তাসহ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল সহ বিভিন্ন এলাকার রোগী ও রোজাদার প্রায় দেড়শতাধিক ব্যক্তি দের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

ঠাকুরগাঁও অনলাইন উদ্যোক্তা পরিবারের পরিচালক সানজিদা শারমিন সেতুর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন আর এস ডিও আনন্দ প্রতিবন্ধী স্কুলের নির্বাহী পরিচালক ইকলিমা খাতুন মিনা সহ অনলাইন উদ্যোক্তা পরিবারের মডারেটর ফারিহা ওয়াদুদ, লাভলী বিউটি পার্লারের পরিচালক লাভলী আক্তার, নারী উদ্যোক্তা শ্রাবনী মাহমুদ, শারমিন শিলা, আফরিন, সুবর্নারায়, উম্মে তামুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিকে উদ্যোক্তা পরিবারের পরিচালক সানজিদা শারমিন সেতু বলেন, প্রতি বছরের মতো এবছরও গ্রুপের সহায়তায় শহরের বিভিন্ন স্থানে গিয়ে আমরা ইফতার বিতরণ করেছি ।

তবে পরবর্তীতে আরো অনেক বড় পরিসরে আয়োজন করার ইচ্ছা রয়েছে।

আমরা নারী উদ্যোক্তারা আমাদের অনলাইন প্লাটফর্ম ব্যবসার পাশাপাশি রক্তদান, বৃক্ষরোপণ, বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ, এবং পথ শিশুদের নিয়ে নানারকম কর্মকাণ্ড পরিচালনা করে থাকি। যা আমাদের মানসিক প্রশান্তি দেয়।

তবে বিত্তবানদের সহযোগিতা পেলে আমরা মানুষের পাশে থেকে সামাজিক আরও অনেক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারবো।