ঠাকুরগাঁও এ বিশ্ববিদ্যালয়ের নীতিগত অনুমোদন হওয়ায় এক বিশাল আনন্দ র্যালির আয়োজন করে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ। আজ ২ মার্চ ২০২২ইং বুধবার বিকেলে এ আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
গত ২৮ ফেব্রুয়ারী মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মন্ত্রীসভায় ঠাকুরগাঁও এ বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত অনুমোদন হয়। ঠাকুরগাঁও জেলাবাসীর দীর্ঘদিনের আন্দোলনের ফসল এটি।
তাই আজ মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে এ আনন্দ র্যালির আয়োজন করে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ।
র্যালিটি ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের পার্টি অফিস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।
উক্ত আনন্দ র্যালিতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম, সহ-সভাপতি শাহজালাল জনি, জিএম সুফি নিয়াজী, সৃজন গুহ ঠাকুরদা, যুগ্ম সাধারণ সম্পাদক অনুপ দত্ত, সাংগঠনিক সম্পাদক মাহাবুব হাসান মেহেদী, ফয়সাল সাদেক শোভন, ঠাকুরগাঁও সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান হিমেল সহ বিভিন্ন স্তরের ছাত্রলীগ নেতাকর্মীরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।