ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সাথে ঠাকুরগাঁও পৌরসভার মত বিনিময়
নবাগত ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো মাহবুবুর রহমানের সাথে ঠাকুরগাঁও পৌরসভার মেয়র ও কাউন্সিলরসহ প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবাগত ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রামকৃষ্ণ বর্মণ, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সচিব রাশেদুর রহমান রাশেদ, প্যানেল মেয়র আবদুল কাইয়ুম চৌধুরী, সুদাম সরকার, কাউন্সিলর দ্রৌপদি আগরওয়ালা, নজরুল ইসলাম,
এসময় ঠাকুরগাঁও পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। সভায় করোনা পরিস্থিতি মোকাবিলায় সচেতনতা ও আগামীদিনে করণীয়সহ ঠাকুরগাঁও পৌরসভার উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা করা হয়৷
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।