ঠাকুরগাঁও মেডিকেল কলেজ ও হাসপাতাল এর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার সকালে ঘণ্টাব্যাপী ঠাকুরগাঁও শহর চৌরাস্তায় বিভিন্ন সংগঠনের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় । এতে অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক দল সংবাদকর্মী, সংস্কৃতিকর্মী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষেরা।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন রাখেন, সংগঠক সমন্বয়ক সাংবাদিক শাহিন ফেরদৌস, সাবেক ছাত্রনেতা সাংবাদিক বিশাল রহমান,

জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দ্রপতী দেবী আগরওয়ালা, ব্যবসায়ী ও সমাজকর্মী এন. কে. রুবেল, সংস্কৃতি কর্মী মাসুদ আহমেদ সুবণ্য,ক্রিয়া সংগঠক আবু মহিমদ্দীন, জাসদ নেতা সত্য প্রসাদ খোক নন্দন, খেলোয়াড় মোক্তারুজ্জামান রাসেল, ঠাকুরগাঁও রিপোর্টাস ইউনিটির সভাপতি এমদাদউল হক ভুট্টো, সাংবাদিক কামরুল হাসান, সাবেক ছাত্রলীগ নুরুল হুদা স্বপন ও মাহবুবা শিরিন (শুভ) সহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন আমাদের প্রানের শহর ঠাকুরগাঁও। এ শহরের মানুষ খেটে খাওয়া দিনমজুর। আমাদের পরিবারের বা আমরা যখন অসুস্থ হই তখন আমাদের ভালো চিকিৎসার জন্য রংপুর বা দিনাজপুর মেডিকেলে যেতে হয় । রাস্তা অনেক দূরে হওয়ার কারণে রোগীরা যেতে যেতে গাড়িতে মৃত্যুবরণ করেন।

 

এটা আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি এই দাবিতে আমরা রাস্তায় নেমেছি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবি পূরণ করবে।

মানববন্ধন শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।