ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটিসহ জেলার সংবাদকর্মীদের সাথে নবাগত সদর উপজেলা নির্বাহী অফিসার আবু মোঃ মোঃ সামসুজ্জামানের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সদর উপজেলা হলরুমে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় রিপোর্টার্স ইউনিটির সদস্যরা ছাড়া জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিচিতি পর্ব শেষে উপজেলা নির্বাহী অফিসার গণমাধ্যমকর্মীদের কাছে সদরের উন্নয়ণে কনণীয়সহ বেশকিছু গুরুত্বপূর্ন আলোচনা আদান প্রদান করেন।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমদাদুল ইসলাম ভুট্টো, সহ-সভাপতি রেজাউল করিম প্রধান, হাসিনুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লিটু, সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জাকির হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এস এম মশিউর রহমান, অর্থ সম্পাদক জিয়াউর রহমান বকুল, দপ্তর সম্পাদক জয় মহন্ত অলক, প্রচার সম্পাদক রেদওয়ানুল হক মিলন, তথ্য ও গবেষণা সম্পাদক সোহেল রানা সাঈদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরিফুর জামান, কার্যকারী সদস্য আল-মামুন জীবন, রুবেল রানা, জসিম উদ্দীন ইতি, প্রবীণ সাংবাদিক সৈয়দ আব্দুল করিম, দৈনিক কলম কথা, ঠাকুরগাঁও ব্যূরো প্রধান মোঃ আল আমিন,সহ জেলার গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন।
উম্মুক্ত আলোচনায় সাংবাদিকরা সদর উপজেলার বাল্য বিয়ে রোধ, মাদক নির্মূল, ভেজাল খাদ্য রোধ, খেলাখুলার প্রসার, নারীদের জন্য বিশেষ কর্মসংস্থান, বিনোদনের ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে নবাগত নির্বাহী অফিসার তা বাস্তবায়নে উদ্যোগের কথা জানান।
এ সময় নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান সাংবাদিকদের বলেন, আমি জনগণের সেবক। জনগণের প্রতিটি কাজ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার চেস্টা করবো। আর সেকারনে সাংবাদিকদেরও সহযোগিতা প্রয়োজন রয়েছে। সবাই মিলে ভাল কাজে অংশ নিলে সদরের উন্নয়ণ আরো এগিয়ে যাবে বলে মনে করেন তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।