ডিমলায় উত্তর সীমান্ত সমাজ কল্যাণ ক্লাব’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
নুরুজ্জামান সরকার, নীলফামারী প্রতিনিধি:
“গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলার ১নং পশ্চিম ছাতনাই ইউনিয়ন এ উত্তর সীমান্ত সমাজ কল্যাণ ক্লাব’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
আজ বুধবার ১নং পশ্চিম ছাতনাই ইউনিয়ন এর কালীগঞ্জ গ্রামের ১২ টি মসজিদে গাছ লাগানো হয়।
সামাজিক বনায়ন রক্ষা করতে এমন উদ্যোগ গ্রহণ করেছে উত্তর সীমান্ত সমাজ কল্যাণ ক্লাব’র এর স্বেচ্ছাসেবকরা।
উত্তর সীমান্ত সমাজ কল্যাণ ক্লাব’র সদস্যরা বলেন, গাছ আমাদের প্রিয় বন্ধু। গাছ আমাদের অক্সিজেন দেয়। সবার উচিত কমপক্ষে ১ টি করে হলেও বৃক্ষরোপণ করা।তাহলেই আমরা আমাদের পরিবেশ কে রক্ষা করতে পারবো।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।