ডিমলা থানায় নবতরী বাংলাদেশ ফাউন্ডেশন’র সৌজন্যে চেয়ার প্রদান
নুরুজ্জামান সরকার, জেলা প্রতিনিধি (নীলফামারী)
স্বেচ্ছাসেবী সংগঠন নবতরী বাংলাদেশ ফাউন্ডেশন’র সৌজন্যে নীলফামারী জেলার ডিমলা থানায় ১০টি চেয়ার প্রদান করা হয়েছে।
আজ শনিবার (১২- জুন) সৌজন্যে পুরুস্কার হিসেবে এই চেয়ারগুলো প্রদান করা হয়।নবতরী বাংলাদেশ ফাউন্ডেশন হলো একটি স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক প্রতিষ্ঠান। সুশাসন প্রতিষ্ঠা, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা, সুশিক্ষা নিশ্চিত করণ, বেকারত্ব দূরীকরণ, সঠিক আইনি সেবা প্রদান সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম করে থাকেন।
ডিমলা থানায় নবতরী বাংলাদেশ ফাউন্ডেশন এর সৌজন্যে চেয়ার প্রদানে উপস্থিত ছিলেন,সংগঠনের চেয়ারম্যান মোঃআনোয়ার হোসাইন, ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, তদন্ত অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, এসআই আবুল কালাম, উপর্নিবাহী পরিচালক আতাউর রহমান সরকার, আইন পরিচালক এড্যাভোকেট মেহেদী হাসান ও সদস্য মোঃ ইউনুস আলী প্রমুখ।
সৌজন্যে চেয়ার পেয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম নবতরী বাংলাদেশ ফাউন্ডেশন কে সাধুবা জানান এবং সমাজের উন্নয়নে কাজ করে যাওয়ার পরামর্শ দেন। এছাড়াও তিনি সংগঠনের পাশে থাকবেন বলেন আশ্বাস দেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।