মোঃ তাহেরুল ইসলাম (ডোমার) নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডোমারে “নারীর অধিকার ও অন্তর্ভূক্তিকরণে সুশাসন শক্তিশালীকরণে তরুন সমাজ” শীর্ষক(যুক্ত) প্রকল্পের যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৩ফেব্রয়ারী) সকাল ১১টায় ডোমার সদর ইউনিয়ন পরিষদ হলরুমে মানব কল্যাণ পরিষদ(এমকেপি) অনুষ্ঠানটির আয়োজন করেন। নেট্জ বাংলাদেশ’র সহযোগীতায় ডোমার ইউপি সদস্য আব্দুল মজিদ’র সভাপতিত্বে স্কুল ফ্যাসিলেটর আনিতা রানী রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম আহম্মেদ।

এসময় মানব কল্যান পরিষদ(এমকেপি) ডোমার উপজেলার ফিল্ড ফ্যাসিলেটর গীতা রানী সেন,বড়রাউতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র রায়,বড়রাউতা বøকের উপ সহকারী কৃষি কর্মকর্তা কনেশ্বর রায়,প্রাণি সম্পদের প্রতিনিধি হিসেবে আ:হামিদ, ইউপি সদস্য স্বপন ইসলাম, আলমগীর হক, মহেশ চন্দ্র রায়, ইসমাইল, সফিউল আলম বাচ্চু, মনোয়ার হোসেন, জাহিনুর ইসলাম সুজন, মহিলা ইউপি সদস্য বিউটি রানী (৪,৫,৬), নিলুফা ইয়াসমিন(৭,৮,৯) শাফরিন আক্তার (১,২,৩) প্রমূখসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে, নারীর অধিকার,বাল্য বিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং, ঝড়ে পড়া শিশু, চিকিৎসা সেবা, পশু পালন, কৃষি, অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।