পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ফেসবুক গ্রুপ তারুন্দিয়া ইউনিয়ন পরিবার’র পক্ষ থেকে প্রায় ১৫০ পরিবারের মাঝে ঈদ উপহার (সেমাই, চিনি, সেমাই চিপস, আলু, পেঁয়াজ, সাবান) হিসেবে বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ এপ্রিল) সকালে বিতরণ কর্মসূচী আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন গ্রুপের প্রধান এডমিন শফিকুল ইসলাম মিসাদ।

এসময় উপস্থিত ছিলেন গ্রুপের প্রতিষ্ঠাতা পরাগ, মাহফুজুল হাসান নাঈম, এমদাদুল হক মিলন, আশিকুর রহমান আসিক, মোঃ শামিম আহসান (এডমিন), মেহেদী হাসান শিমুল (এডমিন), নাঈম হাসান বিবেক (এডমিন), আশরাফুল ইসলাম সালমান (এডমিন), রেজাউল করিম রানা (এডমিন), জেবিন ( এডমিন), মুমেন আহমেদ (মডারেটর), আসিকুর রহমান (মডারেটর), হোসাইন (মডারেটর), রোমান (মডারেটর), সাগর আহম্মেদ (মডারেটর)

গ্রুপের প্রধান এডমিন শরিফুল ইসলাম মিসা বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে নিজের ইচ্ছা শক্তি থেকে মানবিক ও ভালো মানুষদের সহায়তায় এই কাজটি করা সম্ভব হয়েছে। আগামীতে এরকম মানবিক ও সামাজিক কাজ অব্যাহত রাখতে সবার সহযোগিতা ও পরামর্শ প্রয়োজন।

 

মোঃ ইসহাক
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ
০১৯১০২০৭৪৫৪