দিনাজপুরের খানসামায় গোয়ালডিহি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মোঃ জসিম উদ্দিন:খানসাম(দিনাজপুর) প্রতিনিধিঃ-

 

দিনাজপুর জেলার খানসামা উপজেলার গোয়ালডিহি স্বেচ্ছাসেবী সংগঠন ১৪ এপ্রিল ২০২০ ইং প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কাজ করে আসতেছে সংগঠনের সদস্যরা।
মাত্র অল্প সময়ের মধ্যে সংগঠনটি বৃহত্তর আকার ধারণ করে। ১১জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে এক বছর পূর্ণ হওয়ার আগেই ৫০জন অদম্য তরুণ সদস্য সংগঠনে যোগদান করেন।
করোনাকালীন সময় বিশেষ ভূমিকা রাখায় সংগঠনটি সকলের পরিচিত লাভ করে।
সংগঠনের সদস্যরা বৃক্ষ রোপন,শীতবস্ত্র বিতারন,অসহায় পরিবারে সহায়তা প্রদান,স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে। গতকাল ১৪ এপ্রিল ২০২১ইং এক বছর পূর্ণ হওয়ায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে সীমিত পরিসরে উপদেষ্টাদের সাথে প্রথম রমজান হওয়ায় ইফতার পার্টি ও মাগরিবের নামাজের পর সংগঠনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কেক কাটা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টাগন ও সংগঠনের সভাপতি আবির রাজু ,সহ-সভাপতি বিকাশ চন্দ্র রায়,সাধারণ সম্পাদক শাহীন রহমান ,প্রচার সম্পাদক কামরুজ্জামান, পরিকল্পনা বিষয়ক সম্পাদক হাজিবুল ইসলামসহ কার্য নির্বাহী সদস্য জীবন চন্দ্র রায়, দিপক চন্দ্র রায়, রবিউল আউয়াল সহ আরো অনেকে।