রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে মো. রাসেল সরকারকে সভাপতি এবং নুর জাহান দোলনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
রাসেল সরকার বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্য বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং নুর জাহান দোলন একই বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী।
শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক মিলনায়তনে সংগঠনের বার্ষিক সভায় নতুন এ কমিটি ঘোষণা করেন নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মনিমুল হক।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি রওশন আলী ও হেমা আক্তার ইভা, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম রহমান ও গোলাম রাব্বি লিমন, সাংগঠনিক সম্পাদক বায়েজিদ হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মালিহা মিম ও সফল চাকমা এবং অর্থ বিষয়ক সম্পাদক সেলিম রহমান।
নবজাগরণ ফাউন্ডেশন একটি অলাভজনক এবং স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি গঠিত হওয়ার পর থেকেই সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে আসছে।
এছাড়াও তারা বিভিন্ন ধরণের সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। বিশ্ববিদ্যালয় সংলগ্ন বুধপাড়া এলাকায় তারা সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে শান্তি নিকেতন নামে একটি স্কুল পরিচালনা করে আসছে।
বার্ষিক এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি রাশেদুল ইসলাম। এসময় সংগঠনের সদস্য ও উপদেষ্টাবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।