আজ ২১ রমজান রোজ: শনিবার মানবতার ধারা অব্যহত রাখতে বন্ধন সমাজকল্যাণ সোসাইটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে নরসিংদী জেলায় হযরত খাদিজা (রাঃ) মাদ্রাসা ও এতিমখানায় ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।

উক্ত সংগঠনের স্বেচ্ছাসেবীদের নিয়ে প্রায় ১০০জন এতিম বাচ্চাদের নিয়ে দোয়া মহাফিল শেষ করে রাস্তায় নেমে পথচারী,রিকশাওয়ালা, সিএনজি ড্রাইভার, ও বিভিন্ন ট্রাক ড্রাইভারদের হাতে ইফতার তুলে দেয়।এসময়ে বন্ধন সমাজ কল্যাণ সোসাইটির পরিচালক মোবারক খান জানাই মূমুর্ষ রোগীদের রক্তদানসহ বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবীমুলক কাজে নিয়োজিত আছে সংগঠনটি,তিনি আরও জানাই বিভিন্ন সময়ে গত শীতের সময় সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন বন্ধন সমাজকল্যাণ সোসাইটির পরিচালক মোবারক খান,সভাপতি সোলায়মান নিল,আহবায়ক রিপন ভাণ্ডারী,সম্মানিত সদস্য বাপ্পি,স্মাইল সহ আরও অনেকই।ইফতার ও দোয়া মাহফিলের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন বন্ধন সমাজ কল্যাণ সোসাইটির পরিশ্রমী স্বেচ্ছাসেবী সোহান।

পরিশেষে এতিমখানার পরিচালনা কমিটির পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা জানাই বন্ধন সমাজকল্যাণ সোসাইটির নিশান,মাহমুদ , পাভেল, মুরাদ খান,মুসা মোল্লা, মনি মুক্তা সহ সকল সেচ্ছাসেবীদের যাদের বিরামহীন পরিশ্রমে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।সেই সাথে বাংলাদেশের সকল সেচ্ছাসেবী সংগঠন এর জন্য দোয়ার দরখাস্ত করেন।